বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
মো. জসীম উদ্দিন, বাউফল:: পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বখতিয়ার উদ্দিনের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চাকুরি দেওয়ার নামে একাধিক ব্যক্তির কাছ থেকে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। প্রতারণার শিকার চাকুরি প্রার্থীরা টাকা ফেরৎ চাওয়ার পর প্রায় ৩ মাস ধরে স্কুলে আসছেন না প্রধান শিক্ষক বখতিয়ার। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়াও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সূত্র জানায়, অনিমেষ বনিক নামের এক ব্যক্তিকে দাসপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা হাতিয়ে নেন প্রধান শিক্ষক বখতিয়ার উদ্দিন। এছাড়া চাকরির প্রলোভন দেখিয়ে নুরজাহান এবং ফাতিমা বেগম নামের দুই নারীর কাছ থেকে তিনি ১৬ লাখ টাকা নেন। দীর্ঘদিন থেকে চাকুরি ও টাকা না পেয়ে হতাশ তারা।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও দাসপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বলেন, আমার স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ব্যাংক হিসাব থেকে টাকা তুলে আত্মসাৎ করেন প্রধান শিক্ষক। এসব অনিয়মের বিষয়ে চাপ সৃষ্টি করায় এবং চাকুরি প্রার্থীদের টাকা ফেরৎ দিতে বলায় প্রধান শিক্ষক গাঢাকা দিয়েছেন।
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নজির আহমেদ বলেন, প্রায় ৩ মাস ধরে বিদ্যালয়ে আসছেন না প্রধান শিক্ষক। প্রতিদিন ছুটির পর বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষক গোপনে হাজিরা খাতায় স্বাক্ষর করে যান। নিয়মিত স্কুলে না আসায় দাপ্তরিক কাজসহ পাঠদান ব্যহত হচ্ছে।
অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক বখতিয়ার উদ্দিন বলেন, আমাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।
বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন বলেন, অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পটুয়াখালি, বিভাগের খবর