বাউফলের ধুলিয়া ইউনিয়নে মঙ্গলবার রাতে নৌকা প্রতীকের একটি নির্বাচনী অফিস ভাঙচুর হয়েছে। এ সময় দুর্বৃত্তরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভাঙচুর করে।
ওই ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী আনিচুর রহমান রব অভিযোগ করেন, মঙ্গলবার রাতে ৭-৮টি মোটরসাইকেলে করে সন্ত্রাসীরা এসে স্কুলবাড়ি এলাকায় প্রথমে ৫-৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে সেখানে থাকা নৌকা প্রতীকের নির্বাচন অফিসে হামলা চালিয়ে সন্ত্রাসীরা ব্যাপক ভাঙচুর করে। এ সময় তারা অফিসের আসবাবপত্রসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে।
বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী আবদুর জব্বার ও তার সন্ত্রাসী বাহিনী এ ঘটনায় জড়িত বলে অভিযোগ করেন আনিচুর রহমান রব।
ঘটনার পর ধুলিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম মাসুদুজ্জামান জানান, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।