১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাউফলে বাস-টমটমের মুখোমুখি সংঘর্ষে চালক ও যাত্রী নিহত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, ১৮ ফেব্রুয়ারি ২০১৭


পটুয়াখালীর বাউফল উপজেলায় বাস ও টমটমের সংঘর্ষে টমটম চালক ও যাত্রী নিহত হয়েছেন। উপজেলার নওমালা ইউনিয়নের আশুরীর হাট এলাকায় শুক্রবার রাত ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টমটম চালক রিপন তালুকদার (৩৫) এবং ওই টমটমের যাত্রী আব্দুল জব্বার (৬০)।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আ.য.ম খান ফারুকী বরিশালটাইমসকে জানিয়েছেন- ঢাকা থেকে অন্তরা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে পাশ্বতর্বী উপজেলা দশমিনায় যাচ্ছিল। পথিমথ্যে উপজেলার আশুরীর হাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই টমটম চালক ও এক যাত্রী নিহত হন।

এই ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে ঘটনার পরে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় একটি মামলা দায়ের পরবর্তী চালকে গ্রেফতারে চেষ্টা চলছে। অপরদিকে নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।

74 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন