বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, ১৭ ডিসেম্বর ২০১৭
পটুয়াখালীর বাউফলে কেন্দ্রীয় বিএনপির সদস্য উপজেলা সভাপতি একে এম ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ তালুকদারের গাড়িবহরে হামলা ঘটনা ঘটেছে। এতে তার গাড়ি চালকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। রোববার (১৭ ডিসেম্বর) রাত সাতটার দিকে উপজেলার বগা বাজারে এই হামলার ঘটনা ঘটে। এই সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ক্ষমতাসীন দলীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- অসুস্থ উপজেলা বিএনপি সহ-সভাপতি আবদুর রশিদ সিকদারকে দেখতে বাসায় প্রবেশ করেন ফারুক আহম্মেদ। ওই সময় বগা বাজারে থানা আ’লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার ৮০ থেকে ৯০ জন লোক নিয়ে গাড়িবহরে হামলা চালিয়েছেন। ভাঙচুর করা হয়েছে দুটি মোটরসাইকেল।
এতে ফারুক আহম্মেদের গাড়ি চালক আজাদসহ ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন। খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণ করে। এসময় আহতদের মধ্যে গাড়ি চালক আজাদকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আব্দুল মজিদ মাঝিসহ একাধিক বিএনপি নেতকার্মী জানিয়েছেন- ইউপি চেয়ারম্যান পরিকল্পিতভাবে অস্ত্রে সজ্জিত হয়ে এই হামলা চালিয়েছেন। এমনকি গাড়ির ভেতর থেকে বিএনপি নেতা ফারুক আহম্মেদের ব্যাগভর্তি টাকাও ও গাড়ির চাবি নিয়ে যায়।
তবে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলছেন- কে বা কারা হামলা চালিয়েছে তদন্ত না করে বলা যাচ্ছে না।’