পটুয়াখালীর বাউফল উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. শাহ আলম (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পৌরসভার শান্তিবাগ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শাহ আলম ওই এলাকার বাসিন্দা ছিলেন। এবং একই এলাকার মো. আহসান হাবিব নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- বৃহস্পতিবার সকালে ওই নির্মাণাধীন ভবনের ছাদে পানি দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন শাহ আলম। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পটুয়াখালি