বাউফলে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
মোঃ জসীম উদ্দিন, বাউফল:: পটুয়াখালীর বাউফলের সূর্য্যমণি ইউনিয়নের রুহুল আমিন সিকদার নামের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) দিবাগত রাত ৩টার দিকে ওই ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে। সংবাদ পেয়ে শুক্রবার (০১ জুন) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন দিবাগত রাত ৩টার দিকে ৪-৫ জন মুখোশধারী ডাকাত রুহুল আমিন সিকদারের ঘরের জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে ঘরের লোকজন জিম্মি করে ফেলে। এরপর তারা আলমিরা ভেঙ্গে ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৭০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। রুহুল আমিন সিকদার দীর্ঘদিন প্রবাসে কাটিয়ে দেশে ফিরে উপজেলার সূর্যমনি ইউনিয়নের নূরাইনপুর বাজারে ব্যবসা করছেন।
বাউফল থানার ওসি আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের চিহ্নত করতে পুলিশ তৎপর রয়েছে।’
পটুয়াখালি, বিভাগের খবর