বাউফলে মাছের ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
মোঃ জসীম উদ্দিন,বাউফল(পটুয়াখাী) : পটুয়াখালীর বাউফলে একটি ঘেরের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৮আগষ্ট) দিবাগত রাতের কোন এক সময় সদর উপজেলার দক্ষিণ বিলবিলাস গ্রামে এঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ৩০লাখ টাকা হবে বলে জানিয়েছেন ঘের মালিক নুরুজ্জামান (৪০)। এব্যপারে বাউফল থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগি সূত্রে জানাগেছে, স্থানীয় নুরুজ্জামান (৪০) সদর ইউনিয়নের দক্ষিণ বিলবিলাস গ্রামে লিজ নিয়ে ৩’শ(১ কানি স্থানীয় মাপে) শতাংশ জমির
উপর একটি যৌথ মাছ ও মুরগির ঘের তৈরি করেন গত এক বছর আগে।
সেখানে বিভিন্ন প্রজাতির প্রায় ২০লাখ মাছের পোনা চাষ করা হয়। রুই ও পাঙ্গাস প্রতিটি আধা কেজি এবং তেলাপিয়াসহ অন্যান্য মাচ ১’শ গ্রাম ওজনের হয়েছে। গতকাল মধ্যরাতে কোন সময় দুবৃত্তরা গ্যাস (বিষ) ট্যাবলেট প্রয়োগ করলে সমস্ত মাছ মরে ভেসে ওঠে।
বর্তমান বাজার মূল্যে প্রায় ৩০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ঘের মালিকের। ঘের মালিক নুরুজ্জামান বলেন, ‘আমি রাত ২টা পর্যন্ত ঘের পরিচর্চার পরে বাসায় ঘুমিয়ে পরি। ভোর ৬টার দিকে আমার মামাতো বোন রুমা আক্তার পুকুরে মাছ ভাসতে দেখে আমাকে খবর দেয়।
আমি এসে দেখি সমস্ত মাছ মরে ভেসে উঠেছে। এসময় পুকুর থেকে ভাসমান অবস্থায় দুটি ছোট বস্তা ভর্তি গ্যাসের (বিষ) ট্যাবলেট উদ্ধার করি। এসময় কান্না জড়িত কন্ঠে তিনি বলেন আমি নিঃস্ব হয়ে গেলাম।
এব্যপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কিছু গ্যাস ট্যাবলেটসহ (বিষ) আলামত জব্দ করেছে। এ ঘটনার সাথে জড়িতদের তদন্ত সাপেক্ষে আইনের অওতায় আনা হবে।
পটুয়াখালি, বিভাগের খবর