১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বাউফলে মুক্তিযোদ্ধার বাসায় দুর্ধর্ষ ডাকাতি

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৬:৫৩ অপরাহ্ণ, ২০ নভেম্বর ২০২৩

বাউফলে মুক্তিযোদ্ধার বাসায় দুর্ধর্ষ ডাকাতি

মোঃ জসীম উদ্দিন, বাউফল: পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের বালিয়া গ্রামে মুক্তিযোদ্ধা চান মিয়া মাস্টারের বাড়িতে দুর্র্ধর্ষ ডাকাতি হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ডাকাতির ঘটনাটি ঘটেছে। মুক্তিযোদ্ধা চান মিয়া মাস্টার জানান, তাদের দোতালা ভবনের পশ্চিম পাশের জানালার গ্রীল কেটে ৮-১০ জন মুখোশপড়া ডাকাত বাসার ভিতরে প্রবেশ করে  নিচতলায় গিয়ে তার বাবা আলহাজ্ব চান মিয়া মাস্টার (৭১) ও তার আলহাজ্ব ফরিদা খাতুনকে (৬৬) অস্ত্রের মুখে জিম্মি করে দুজনকে দুই রুমে নিয়ে বেধে ফেলে।

এর পর তাদের কাছে স্টীল আলমারির চাবি চায়। চাবি দিতে অস্বীকার করায় ডাকাতরা তাকে (চানমিয়া) ও তার স্ত্রী ফরিদা খাতুনকে (৬০) মারধর করে। এ সময় তাদের মেরে ফেলার হুমকি দেয়। তখন ভয়ে তার স্ত্রী ফরিদা বেগম স্টীল আলমারির চাবি দিলে ডাকাতরা আলমারি খুলে নগদ প্রায় তিন লাখ টাকা ও পাঁচ-ছয় ভড়ি স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়।

এসময় ডাকাতরা বাসার অন্যান্য মালামালও তচনচ করে। আমগাছ বেয়ে ডাকাতরা দোতালায় ওঠেন এবং ডাকাতি শেষে নিচতলার সামনের দরজা খুলে চলে যায়। বাসায় এসময় তানি (চান মিয়া) ও তার স্ত্রী ফরিদা ছাড়া অন্য কেউ ছিলনা। পরিবারের অন্যান্য সদস্যরা বরিশালে ছিল। ডাকাতরা চলে যাওয়ার পরে তাদের ডাক চিৎকার দিলে এলাকার লোকজন এসে তাদের বাসায় জড়ো হন।

বগা ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসান বলেন,‘ শুনেছি চান মিয়া মাস্টারের বাড়িতে ডাকাতি হয়েছে। ইদানিং চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় সাধারন মানুষ আতংকের মধ্যে আছেন।’ বগা পুলিশ তদন্ত কেন্দের ইনচার্জ ইমতিয়াজ আহম্মেদ এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘ খবর পেয়ে রাতেই বাউফল সার্কেলের সিনিয়ি এএসপি সাদ্দাম হোসাইন,ও তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ’এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

43 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন