পটুয়াখালীর বাউফল উপজেলায় পাঁচ বছরের এক শিশু ধর্ষিত হয়েছে। তাকে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বগা ইউনিয়নের পশ্চিম কায়না গ্রামে।
খোঁজখবর নিয়ে জানা গেছে- গত সোমবার সন্ধ্যার দিকে ওই শিশুটির মা পুকুর ঘাটে যান। ওই সময় প্রতিবেশি জয়নাল মৃধার ছেলে ও চার সন্তানের জনক লিটন মৃধা (৪২) শিশুটিকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির কাছে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।
শিশুটির কান্নাকাটির শব্দ শুনে তার মা গিয়ে তাকে উদ্ধার করে এবং মঙ্গলবার সকালে শিশুটি বাউফল হাসপাতালে এনে ভর্তি করে।
শিশুটি বাবা ঢাকায় একটি রেস্টুরেন্টে চাকুরি করছেন।
ধর্ষিত শিশুটি বাউফল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আফজাল হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।
বাউফল থানার ওসি মো. মনিরুল ইসলাম বরিশালটাইমসকে বলেন- বিষয়টি আমি শুনেছি। এ ঘটনায় থানায় মামলা হবে।’
শিরোনামপটুয়াখালি