৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বাউফলে শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে ৭৭জন হাফেজকে সম্মাননা

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৬:০৪ অপরাহ্ণ, ২৮ সেপ্টেম্বর ২০২৩

বাউফলে শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে ৭৭জন হাফেজকে সম্মাননা

মোঃ জসীম উদ্দিন,বাউফল (পটুয়াখালী) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামীলীগের (একাংশ) আয়োজনে কেক কাটা,বৃক্ষরোপন,কোআন খতম ও দোয়া মিলাদ শেষে ৭৭ জন হাফেজকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বাউফল উপজেলা ও পৌর আওয়ামীলীগ (একাংশ) কুন্ডপট্টি কার্যালয়ে আয়োজন করা হয়।

বাউফল উপজেলা আওয়ামঅলীগের (একাংশ) সভাপতি মোঃ জসীম উদ্দিন ফরাজীল সভাপত্বিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌর সভার মেয়র জিয়াউল হক জুয়েল বলেন। এ সময় মেয়র জিয়াউল হক জুয়েল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ৭৭জন হাফেজকে ১হাজার করে টাকা ও উপহার সামগ্রী দেওয়া হয়েছে।

পাশাপাশি ১৫টি ইউনিয়নে ৭৭টি ও পৌর শহরের বিভিন্ন স্থানে ৭৭টি বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপন করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ,ইউপি সদস্য সহ পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন।

60 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন