বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৮ অপরাহ্ণ, ০২ জুলাই ২০২৩
বাউফলে সরকারি কর্মকর্তাদের নিয়ে আসম ফিরোজ এমপি’র ঈদ পূর্ণর্মিলনী
মোঃ জসীম উদ্দিন বাউফল ( পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে সরকারি কর্মকর্তাদের নিয়ে স্থানীয় এমপি আসম ফিরোজ এর ঈদ পূর্ণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে । রোববার (২জুলাই) বেলা ১১ টায় বাউফল উপজেলা আডিটরিয়ার্ম হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন বাউফল উপজেলা ভারপ্রাপ্ত র্নিবাহী কর্মকর্তা মোঃবায়েজিদুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আসম ফিরোজ এম পি। ঈদ পূর্ণর্মিলনী সভায় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা সরকারি কর্মকর্তা কর্মচারীরা । এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোসারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্নিতসর নিসু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃআরিচুল হক, আ’লীগ নেতা মোঃইব্রাহিম ফারুক,বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃপ্রসান্ত কুমার শাহা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামচুল আলম মিয়া, সাংবাদিক আতুল পাল, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ রুবেল প্রমূখ।