বাউফলে সাপের কামড়ে গৃহিনীর মৃত্যু
মোঃ জসীম উদ্দিন,বাউফল (পটুয়াখালী): পটুয়াখালী বাউফলের উত্তর সুলতানাবাদ গ্রামে সাপের কামড়ে রাশিদা বেগম (৫৫) নামে এক গৃহিনীর মৃত্যু হয়েছে। নিহত রাশিদা বেগম উপজেলার নাজিরপুর ইউপির উত্তর সুলতানাবাদ গ্রামের মোঃ সোহরাব হোসেনের স্ত্রী।
রবিবার (১৬ অক্টোবর) সকালে ওই গৃহিনী গোয়ালঘর পরিস্কার করতে গেলে খরের গাদার মধ্যে থেকে বিষাক্ত সাপ তার বাম হাতে কাঁমড় দেয়। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে তার অবস্থার অবনতি ঘটায় জরুরী বিভাগের চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠায়। সেখানে আইসিউতে চিকিৎসাধিন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়। চার সন্তানের জননী
পটুয়াখালি, বিভাগের খবর