পটুয়াখালীর বাউফল উপজেলায় সিমেন্ট বোঝাই টমটমের চাপায় সেলিম হাওলাদার (৪৫) নাকে এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় টমটম চালক ও মালিককে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়- সিমেন্ট বোঝাই টমটম নিয়ন্ত্রণ হারিয়ে সেলিম হাওলাদার নামের এক পথচারীর ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান ফারুকী বরিশালটাইমসকে জানান- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরণ করেছে। ওই সময় স্থানীয় জনতা টমটমচালক আনোয়ার এবং টমটম মালিক কবিরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।”
পটুয়াখালি