পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের তালতলি-ভরিপাশা সড়কে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি ধাক্কায় মো. ফিরোজ (৫৫) নামের এক সাবেক সেনা সদস্য নিহত হন। ফিরাজ উপজেলার সূর্যমনি ইউনিয়নের কালিকাপুর গ্রামের হাচন আলী হাওলাদারের ছেলে ও সে বাউফল পৌরশহরের ৮ নম্বর ওয়ার্ডে বসবাস করতেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ফিরোজ তার এক আত্মীয়র জানায় অংশ নিতে কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে যান। জানাযা শেষে রাতে মোটোরসাইকেল যোগে বাসায় ফেরার পথে ওই সড়কের তালতলা এলাকায় আসলে মোটরসাইকেলটি একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ফিরোজ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাউফল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনানুগ কোন ব্যবস্থা নেওয়া হয়নি।’
পটুয়াখালি