পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া লঞ্চঘাট থেকে এমভি জামাল-৩ নামের একটি লঞ্চে অভিযোন চালিয়ে থেকে ১৫০ মণ জাটকা আটক করেছে উপজেলা প্রশাসন। বুধবার রাত সারে আটটার দিকে ঢাকাগামী ওই লঞ্চ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্ব কালাইয়া নৌ পুলিশ, কালিশুরী পুলিশ ফাঁড়ির সদস্য সহায়তায় অভিযান করা হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছে, আটক মাছের মূল্য প্রায় ১০ লক্ষাধিক টাকা।
সংশ্লিষ্টরা জানায়, ঢাকাগামী এমভি জামাল-৩ লঞ্চটিতে রাঙ্গাবালী উপজেলা থেকে বিপুল পরিমান ঝাটকার চালান নিয়ে ঢাকায় পাচার হচ্ছে গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই ওঁৎ পেতে থাকে প্রশাসন। প্রশাসনের টের পেয়ে চালক দ্রুতগতিতে লঞ্চটি চালিয়ে রাত সারে আটটার দিকে বাউফলের ধুলিয়া লঞ্চঘাটে যাত্রী নেওয়ার জন্য নোঙর করে।
একপর্যায়ে লঞ্চে অভিযান চালালে ৩০টি প্লাষ্টিকের ডোল ও ড্রাম জব্দ করলে তার মধ্যে থেকে ১৫০ মণ জাটকা পাওয়া যায়। তবে মাছের কোন মালিক বা বহনকারীকে পাওয়া যায়নি।
মাছগুলো ঢাকার শাহ শের আলী মৎস্য আড়ৎ, শামী মৎস্য আড়ৎ, কাজী রব ওয়াহাব ফিস ও হরিনাথপুর মৎস্য আড়তের ঠিকানায় পাঠানো হচ্ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহামুদ জামান বরিশালটাইমসকে জানান, যাত্রী থাকায় লঞ্চটি না আটকিয়ে কর্তৃপক্ষের কাছে লাইসেন্স বাতিলের সুপারিশ করা হবে।
পরে মাছগুলো স্থানীয় এতিমখানা ও দুস্থ্যদের মাঝে বিতরণ করা হয়েছে।’
পটুয়াখালি