বাউফলে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
মো. জসীম উদ্দিন, বাউফল:: পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের গরুর হাট এলাকায় সরকারী জায়গায় অবৈধ ভাবে গড়ে ওঠা ৩০টি অবৈধ স্থাপনা (দোকান ঘর) উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৯টায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রায় ঘন্টা ব্যাপি এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজিদুর রহমান।
জানা গেছে, উপজেলার কালাইয়া বন্দরের গরুর হাটের উত্তর পাশের সরকারী জায়গা দখল করে প্রায় ৩০জন ব্যবসায়ী দীর্ঘ বছর ধরে ব্যবসা-বাণিজ্য করার কারণে গরুর হাট সংকুচিত হয়ে যায়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেয়ার জন্য ঘর মালিকদের মৌখিক ভাবে নির্দেশ দেয়া হয়। কিন্তু তারা কর্ণপাত করেননি। পড়ে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলা সহকারী কমিশনারের উপস্থিতিতে স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজিদুর রহমান বলেন, ‘সরকারী জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের কারণে গরু হাটের জায়গা সংকুচিত হয়ে যায়। তাই এগুলো উচ্ছেদ করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’
পটুয়াখালি, বিভাগের খবর