বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি ইউনিয়নের মহেষপুরে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন আওয়ামী লীগ নেতা সৈয়দ সুলতান হোসেন। প্রতিপক্ষরা সুলতান হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পেটের ডানপাশে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সৈয়দ সুলতান হোসেন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিমল সাহা মহেষপুর বাজারের একটি চায়ের দোকানে চা পান করার সময় আকস্মিক একদল অস্ত্রধারী এ হামলা চালায়।
গুলিবিদ্ধ সৈয়দ সুলতান আহম্মেদ বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য।
নেয়ামতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিমল সাহা অভিযোগ করে বলেন- স্থানীয় বাসিন্দা ও জেলা বিএনপির সদস্য সালাম সিকদারের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লোক মহেষপুর বাজারে ঢুকে আকস্মিক সুলতান আহমেদকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার পেটের ডানপাশে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বরিশালটাইমসকে জানিয়েছেন, সুলতান আহম্মেদকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য।
এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের আটক করতে অভিযান চলছে বলেও জানান ওসি।
শিরোনামবরিশালের খবর