বরিশাল: জেলার বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন হাওলাদারকে (৫২) কুপিয়ে হত্যা করা হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার আর দলীয় কোন্দল নিয়ে প্রতিপক্ষ ওই ইউনিয়নের মেম্বর যুবলীগের সম্পাদক মামুনের নেতৃত্বে এই খুনে ঘটনা ঘটে।
শনিবার বিকেল ৩ টায় এই ঘটনার পর মহিউদ্দিনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যে ৭টায় মৃত ঘোষণা করেন।
মহিউদ্দিন হাওলাদার ওই ইউনিয়নের সোনাপুরা গ্রামের আব্দুর রশীদ হাওলাদারের ছেলে।’
নাম প্রকাশে অনীহা প্রকাশ করে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা বলেন, বর্তমান চেয়ারম্যান হাজী শফিক উদ্দিন সিকদারের সাথে কথা বলে ফিরছিলেন মহিউদ্দিন হাওলাদার। পথিমধ্যে কাকরদা হাইস্কুল মাঠে পৌঁছলে আগেই প্রস্তুতি নিয়ে থাকা যুবলীগ নেতা মামুন মেম্বর ওরফে হাতকাটা মামুনের নেতৃত্বে বশির খান, ছগির গাজী, মহিউদ্দিন চাপরাশী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পায়ের রগ কেটে ফেলে রেখে যায়। এরপর মহিউদ্দিনকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।’
শেবাচিম হাসপাতালে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক ডা. মামুন অর রশীদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই মহিউদ্দিন হাওলাদারের মৃত্যু হয়।’
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, ঘটনার পর হত্যাকারীদের আটক করার জন্য অভিযানে নেমেছে পুলিশ।
এদিকে, নিহতের লাশ ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে তারা মামলা নিবেন। এলাকায় আধিপত্য বিস্তার ও দলীয় কোন্দল নিয়ে এই হত্যাকান্ড বলে জানান ওসি।’
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর