বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের বামনিকাঠী গ্রামের একটি বাসা থেকে মানসুরা আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গুরুতর ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে।
মানসুরা আক্তার ওই গ্রামের এনায়েত খানের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ স্বজনদের বরাত দিয়ে জানিয়েছে- সোমবার সন্ধ্যার পর মানসুরা নিজ ঘরে অবস্থান করছিল। তার মা সন্ধ্যা ৭টার দিকে ঘরে এসে দরজা খুলতে বলেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না।
ওই সময় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন মানসুরা মাটিতে পড়ে আছে। এবং তার গলায় রক্তাক্ত জখমের চিহ্ন দেখতে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরপর সংশ্লিষ্ট বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু দরজা বন্ধ ঘরে কী ভাবে স্কুলছাত্রী রক্তাক্ত হয়েছে সেই প্রশ্নের উত্তর মিলাতে পারছে না। তাছাড়া স্কুলছাত্রীর গলায় গুরুতর জখম হওয়ায় সে কথা বলতে পারছে না। ফলে প্রশ্ন দেখা দিয়েছে কিভাবে ও কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে।
তবে স্কুলছাত্রীর পরিবারের ধারণা মানসুরার গলায় ব্লেড বা ধারালো কোন বস্তু দিয়ে কেউ আঘাত করা হয়েছে।
এমতাবস্থায় ঘটনাস্থল পরিদর্শনকারী বাকেরগঞ্জ থানার পরিদর্শক (ওসি-তদন্ত) আনোয়ার হোসেন বলছেন- মেয়েটি নিজে থেকেই এটি করেছে নাকি অন্য কেউ করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তদন্ত করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করার চেষ্টা অব্যাহত রয়েছে।’’
শিরোনামOther