৫ ঘণ্টা আগের আপডেট সকাল ৬:২০ ; মঙ্গলবার ; মার্চ ২১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বাকেরগঞ্জে বিএমএসএফ’র ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা 

Mahadi Hasan
৭:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৩

বাকেরগঞ্জে বিএমএসএফ’র ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা 

বাকেরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রেজি: নং ০৬/২০২২ বাকেরগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে।

২৮ জানুয়ারি (শনিবার) ১১ টায় ভার্চুয়াল এক সভায় বরিশাল জেলা কমিটির সুপারিশে বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর ৩১ সদস্য বিশিষ্ট বাকেরগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করেন।

ভার্চুয়ালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক খোকন আহমেদ হীরা।

আহমেদ আবু জাফর তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা করতে হলে কারো রক্তচক্ষুকে ভয় পাওয়া যাবে না। বিএমএসএফ অপরাধীদের কোন পদের দায়িত্বে রাখেনা।

সংগঠনকে ঢেলে সাজাতে রাক্ষুসে সাংবাদিকমুক্ত বিএমএসএফ গড়ে তুলতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা লেখার সাহসী সাংবাদিকদের ঐক্যবদ্ধ এবং অপ-প্রচারকারীদের বিষয়ে সতর্ক থাকার থাকার আহবান জানান।

বাকেরগঞ্জ উপজেলা বিএমএসএফ’র কমিটিতে মোঃ জিয়াউল হক আকনকে (দৈনিক জনকণ্ঠ) সভাপতি, এসএম পলাশকে (বাংলা টিভি) সাধারণ সম্পাদক এবং মুহা. সফিক খানকে (দৈনিক দক্ষিণের ক্রাইম) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট ওই কমিটি ঘোষনা করা হয়।

এছাড়া কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোঃ গোলাম মোস্তফা (দৈনিক ইত্তেফাক), অরুন দাস (বাংলাদেশ বাণী), মোঃ বশির আহম্মেদ (দেশ জনপদ), যুগ্ম সাধারনণ সম্পাদক মোঃ মহেবুল্লাহ (দেশ জনপদ), মাহফুজ খান (তালাশ), কবির গাজী (মাতৃভূমির খবর), মোঃ জহিরুল হক আকন (মাতৃজগত), দপ্তর সম্পাদক মোঃ বেলাল হোসেন রিয়াজ (আলোকিত বরিশাল), সহ-দপ্তর সম্পাদক মোঃ শামীম আহম্মেদ (মানবজমিন), প্রচার সম্পাদক খান মেহেদী (সময় এক্সপ্রেস নিউজ), ক্রীড়া সম্পাদক মোঃ রুবেল হাওলাদার (সংবাদ পত্র), সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ কামাল মৃধা (বাংলাদেশ বাণী), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম আলিম (আমার সংগ্রাম), অর্থ সম্পাদক মোঃ আসাদুজ্জামান রাকিব (ঢাকার কণ্ঠ), ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সাইদুর রহমান সাইদ (আজকের গণমত), মহিলা বিষয়ক সম্পাদক নিলুফা আক্তার তানিয়া (প্রাণের বাংলাদেশ), স্বাস্থ্য সম্পাদক মোঃ সোহেল (দি বরিশাল নিউজ), পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মোনায়েম খান খোকন (সময় এক্সপ্রেস নিউজ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মাহাবুব আকন (একুশে বিডি), নির্বাহী সদস্য মোঃ মাসুদ সিকদার (নয়া শতাব্দী), আহমেদ কাওছার ক্ষৌণিশ (মহাকাল), আল-আমিন মিরাজ (যুগান্তর), মোঃ দানিসুর রহমান লিমন (আমার সংবাদ), খান মোহাম্মদ সেলিম (ভোরের অঙ্গীকার), মোঃ জুয়েল তালুকদার (যুগান্তর), মোঃ জাকির জোমাদার (দক্ষিণাঞ্চল ), মোঃ বায়েজিদ বাপ্পি (আনন্দ টিভি) ও উত্তম কুমার (এশিয়ান টিভি)।

বিএমএসএফ আশা করে নবগঠিত বাকেরগঞ্জ উপজেলা শাখার নেতৃত্বে সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের আন্দোলনে দেশব্যাপী জোড়ালো ভুমিকা রাখবে।

বরিশালের খবর, বিভাগের খবর

আপনার মতামত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেলেন পটুয়াখালীর সন্তান ড. আবদুল মালেক  রাত ১টায় লাইনে দাঁড়িয়েও মেলেনি টিসিবির পণ্য!  বরিশালসহ ৮ বিভাগে ঝড়োহাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস  বরগুনায় বাবা প্রধান শিক্ষক ছেলে সভাপতি  শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপে শিক্ষাখাত এখন উন্নত-সমৃদ্ধ: এমপি শাওন  দুমকিতে শিশু বলাৎকার, ঘটনা আড়ালের চেষ্টা  রোজার আগেই কমলো সোনার দাম, রাত পোহালেই কার্যকর  বারবার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা শাকিব খানের!  চলন্ত প্রাইভেটকারের উপর ভেঙে পড়ল গাছ  ৬৪০ টাকা কেজিতে মিলবে গরুর মাংস