বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৫:১৬ অপরাহ্ণ, ২৮ ডিসেম্বর ২০১৯
বাকেরগঞ্জ প্রতিনিধি:: বাকেরগঞ্জে এতিমদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন তরুন সাংবাদিক জিয়াউল হক আকন ও মুহাঃ সফিক খান। নিবার ২৮ ডিসেম্বর, সকালে বাকেরগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের ভরপাশা রুহিতারপাড় ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ্ বোডিং-এর এতিমদের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। প্রতিবারের তুলনায় এবার শীতের তীব্রতা বেশি। এই শীতে কোন এতিম শিশু যাতে কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে এতিমদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন তারা।
“মানবতার জয় হোক, হাত রেখে হাতে। শীতার্তরা উষ্ম থাকুক, শীতের প্রতিটা দিন রাতে” এই শ্লোগানকে সামনে রেখে
অসহায় মানুষের জন্য কিছু একটা করার প্রত্যাশা নিয়ে তাদের যাত্রা শুরু হয়।
শীত বস্ত্র বিতরণকালে তারা বলেন, আমরা স্বপ্ন দেখি আকাশের থেকে বিশাল, সমুদ্র থেকে গভীর কারণ আমরা জানি সেই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন না হলেও এক বিন্দু পরিমাণ হবে, তাহলেই আমরা স্বার্থক। তাই আমরা স্বপ্নের পথে যাত্রা করি ছোট ছোট পদক্ষেপে। নির্মম শীতের সময়ে বঞ্চিত হবে না অসহায় মানুষ নিজেদের মৌলিক চাহিদা “শীত বস্ত্র” হতে। এই উদ্দ্যোগে যদি আমাদের পাশে এসে কেউ না দাড়ায় তবুও আমরা নির্ভীকভাবে সামনে এগিয়ে যাব। অন্তত দশজনের মুখে যদি হাসি ফুটাতে পারি তাহলে সেটাই আমাদের স্বার্থকতা।
প্রতি বছর অনেক অসহায় মানুষ শীতের এই নির্মম কষ্টে মারা যায়। অসহায় গরীব মানুষদের এক বেলা খাবারের ঠিক নেই তারা কিভাবে শীত বস্ত্র পরিধান করবে? বিলাসিতার কবলে পরে যারা লক্ষ লক্ষ টাকা খরচ করছে নিজেদের স্বাধ মেটাতে, সেখানে সমাজের অসহায় মানুষ নিজেদের মৌলিক অধিকারটুকু পাচ্ছে না। আমরা কি পারি না এদের কথা ভেবে একটু এগিয়ে আসতে? আমরাও পারি নিজেদের ভিতরে ঘুমন্ত মনুষত্ব্যকে জাগিয়ে তুলতে। সকলের মিলিত সাহায্যে তাদেরকে শীত বস্ত্র বিতরণ করতে পারি। যে যাই পারি আমরা সাহায্য করব আমাদের এই ভাই-বোনদের পাশে এসে দাড়াতে।