বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাখ টাকা অর্থদণ্ড
জিয়াউল হক, বাকেরগঞ্জ:: বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ই অক্টোবর) দুপুরে এই অভিযানকালে তার সাথে ছিলেন মোঃ শহিদুল ইসলাম পরিদর্শক, বিএসটিআই ও মোহসীন রাব্বানী,পরিদর্শক, বিএসটিআইসহ থানা পুলিশের একটি দল।
অভিযানকালে মায়ের দোয়া বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশ,ওজনে কম দেয়াসহ নিম্ন মানের খাদ্য উৎপাদন করায় বিএসটিআই আইন,২০১৮তে ৫০ হাজার, ওজন ও পরিমাপে কম দেওয়ায় বাপ্পি মিষ্টান্ন ভাণ্ডারকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮তে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় কমল ফল ভান্ডারকে ৫ হাজার,রাসেল ফল ভান্ডারকে ৫ হাজার ও পাদ্রীশিবপুর বাণিজ্য ভান্ডারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একইসাথে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি সংঘটিত হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ার করে দেন।
বরিশালের খবর, বিভাগের খবর