বাকেরগঞ্জে সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের দাবি
জিয়াউল হক, বাকেরগঞ্জ, বরিশাল।। বাকেরগঞ্জ বটতলা মহাসড়ক হয়ে পৌরসভার ৯ নং ওয়ার্ডের উপর দিয়ে ভরপাশা ইউনিয়নের সাথে সংযোগ সড়ক সংস্কারের অভাবে বেহাল দশায়। সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
জনদুর্ভোগ চরম আকার ধারন করেছে। গত কয়েক বছর ধরে সড়কের দুরাবস্থা হলেও পৌর কর্তৃপক্ষ কোনো নজরই দেয়নি। ফলে পৌরবাসী সহ ভরপাশা জনসাধারণ মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সড়কে যানবাহন চলাচল দূরের কথা মানুষ পায়ে হেঁটে চলাচল করতেও সমস্যা হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়ক দিয়ে চালাচল সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কিন্তু মানুষের প্রয়োজনে মালামাল নিয়ে দুর্ভোগের মাঝেই চলাচল করতে হয়।
এতে করে প্রতিনিয়ত কোনো না কোনো দুর্ঘটনা ঘটেই চলছে। প্রায় ৩ কিলোমিটার সড়কটি দির্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির বিভিন্ন স্থানে পিচ-খোয়া উঠে গেছে। সৃষ্টিতে হয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দ।
বাকেরগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের সীমান্ত এলাকা থেকে বয়ে যাওয়া সড়কটি ভরপাশা ইউনিয়নের সঙ্গে সংযোগ হয়েছে। সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। সড়কটি দিয়ে এই অঞ্চলের কৃষকদের উৎপাদিত ফসল গবাদিপশু হাঁস-মুরগী বাজারজাতকরণে উপজেলা শহরের হাট বাজারে যাতায়াত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাকেরগঞ্জ উপজেলা শহরের সঙ্গে পৌরসভার ৯ নং ওয়ার্ড সহ ভরপাশা ইউনিয়নের হাতাকাঠি, খেজুরা ভরপাশা,দক্ষিণ ভরপাশা,পশ্চিম ভরপাশার প্রায় ১০ হাজার মানুষ এই সড়ক দিয়ে চলাচল করে।
জনগুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে এখন যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এই সড়কে জনদুর্ভোগ চরমে পৌঁছে গেছে। ছোট-বড় অসংখ্য খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই জমছে পানি। এর ওপর দিয়ে কাদা মাটি পার হয়ে চলাচল করছে জনসাধারণ।
পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযুদ্ধা শাওজাহান জোমাদ্দার সংবাদ মাধ্যমকে জানান, স্বাধিনতা ৫০ বছর পার হলেও ভাগ্য উন্নয়ন হয়নি পৌরসভার ৯ নং ওয়ার্ড বাসি সহ ভরপাশা ইউনিয়নের প্রায় ৫ টি গ্রামের জনসাধারণের।
পাকা রাস্তা এখন কাঁচা মাটির তৈরি রাস্তায় পরিনত হয়েছে। বৃষ্টিতে কাদামটিতে চলাচল করতে হয় এলাকাবাসীর। বর্ষা মৌসুমে চরম ভোগান্তিতে পরেছে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে চলাচলকারী হাজারো মানুষ।
এ বিষয়ে জানতে চেয়ে পৌর সভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম আকনকে বার বার ফোন করেও পাওয়া যায়নি।
সরেজমিনে দেখা গেছে, সড়কগুলোর অধিকাংশ স্থানে পিচ ও খোয়া উঠে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কটি উভয় পাশে পিচ ও খোয়া উঠে দেবে গেছে। চলাচলের বেহাল অবস্থা।
এখানে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই কাদাপানিতে এ অংশ একাকার হয়ে যায়। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় সহ মাদ্রাসা কলেজ প্রায় ১০ টি শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়ার একমাত্র মাধ্যম এই সড়ক। এলাকাবাসীর সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানায়।
বরিশালের খবর, বিভাগের খবর