বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৩:১১ অপরাহ্ণ, ০৪ আগস্ট ২০২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে ১ দফা দাবির পক্ষে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রোববার (৪ আগস্ট) সকাল ১০টার সময় বৈষম্য, নিপীড়ন, গণগ্রেফতার এবং ছাত্র নির্যাতনের বিরুদ্ধে ১ দফা দাবির পক্ষে উপজেলার কলসকাঠী বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলসকাঠী বি এম একাডেমি ও কলসকাঠী ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নেতৃত্বে আশপাশের আরো কয়েকটি বিদ্যালয় শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। এ সময় শিক্ষার্থীরা ‘এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার’, ‘আমার ভাই কবরে খুনি কেন বাইরে’, ‘স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক’, ‘চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার’ বলে বিক্ষোভ সমাবেশে স্লোগান দেয়।
বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীরা বলেন, তাদের এই আন্দোলন শুধু ব্যক্তির মুক্তির জন্য নয়, বরং বৈষম্য, নিপীড়ন, গণগ্রেফতার এবং ছাত্র নির্যাতনের বিরুদ্ধে। তাদের এ আন্দোলন ১ দফা দাবি বাস্তবায়নের পক্ষে। এই আন্দোলন গ্রেফতার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত চলবে। তারা আরো বলেন, এই স্বৈরাচারী সরকারের পতন না হওয়া পর্যন্ত এক দফা দাবিতে আন্দোলন চলছে চলবে।