বাকেরগঞ্জ উপজেলার জিড়াইল বাজার থেকে ২৯০ পিস ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য (মেম্বার) মনির হাওলাদার (৪৫) এবং দাড়িয়াল গ্রামের মকবুলকে (২৪) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে ওসি মো: মাসুদুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে আটক করা হয়।
এই অভিযানে ওসি (তদন্ত) মো. আব্দুল হক, এসআই মিনহাজ, এসআই তাওহিদ, এসআই মিজান, এসআই জাহিদ, এসআই বাসার, এসআই আক্তারও অংশ নেন।
আটক মনির হাওলাদার বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের হোসনাবাদ গ্রামের মৃত সোনামদ্দিন হাওলাদারের পুত্র।
খোঁজ নিয়ে জানা গেছে- আটক সাবেক ইউপি সদস্য মনির হাওলাদার দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। এছাড়া তার বিরুদ্ধে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে উপজেলার বিভিন্ন প্রান্তে খুচরা ও পাইকারিভাবে বিক্রির অভিযোগ রয়েছে।
এলাকাবাসী জানিয়েছেন- উপজেলার কিশোর ও যুব সমাজকে মাদকের সাথে জড়িয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন মনির হাওলাদার। প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকার কারণে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাননি।
তার এহেন কর্মকান্ডের বিরুদ্ধাচারণকারীদের নানাভাবে ভয়ভীতি এবং হেনস্তা করতেন তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক মনির হাওলাদার ও মকবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিল পুলিশ।
তিনি ইউপি সদস্য থাকাকালীন এলাকার স্বামী পরিতক্তা নারী, উঠতি বয়সী যুবতীরাও তার কু-নজর থেকে রেহাই পায়নি।’’
বরিশালের খবর