বরিশালের বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পাদ্রীশিবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাশার হারুন আর নেই। শুক্রবার দিবাগত রাতে নিজ বাসভবনে শেষ নি:স্বাস ত্যাগ করেন তিনি।(ইন্না লিল্লা-রাজেউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর।
তিনি স্ত্রী দুই ছেলে, তিন মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক সাংসদ তালুকদার মো. ইউনুস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুননু ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া।’
বরিশালের খবর