৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বাকেরগঞ্জ থানার ওসিকে আদালতে তলব

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৪৫ অপরাহ্ণ, ১০ অক্টোবর ২০১৬

বরিশাল: মামলার নথি আদালতে জমা না দেওয়ায় বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। ২৪ অক্টোবর ওসিকে আদালতে হাজির হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর (তলব) নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. এনায়েত উল্লাহ এই নির্দেশ দেন।

সংশ্লিষ্ট থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পরেশ মণ্ডল জানান, রোববার বাকেরগঞ্জ উপজেলার কাঠিপাড়ার বাসিন্দা হানিফ হাওলাদার তার বাবা-মাসহ পরিবারের ছয়জনের বিরুদ্ধে প্রতারণা ও মারধরের অভিযোগে মামলা করেন। মামলাটির নথি সোমবার আদালতে  জমা দেওয়া হয়। কিন্তু হানিফের আগে তার মা আশা বেগমের দায়ের করা অপর একটি মামলার নথি এখনো আদালতে জমা দেওয়া হয়নি।

পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী সোমবার আদালতে হাজির হয়ে বিষয়টি বিচারককে জানান আশা। এর ব্যাখ্যা চেয়ে বাকেরগঞ্জ থানার ওসিকে  কারণ দর্শানোর আদেশ দেন আদালত। তবে নোটিশে ওসির নাম উল্লেখ করা হয়নি।

31 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন