বাকেরগঞ্জ প্রধান শিক্ষক নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে কুচক্রী মহল
জিয়াউল হক,বাকেরগঞ্জ।। বাকেরগঞ্জে উপজেলার নিয়ামতি ইউনিয়নের কাফিলা রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলামের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টের মামলা সংক্রান্ত তথ্য গোপন করে বিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ কর্মচারী নিয়োগের নামে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে নানান রকম ষড়যন্ত্রে মেতে উঠেছে একটি কুচক্রী মহল।
সূত্রমতে, কাফিলা রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে হেরে গিয়ে ফারুক খান সহ একটি মহল কতিপয় দুষ্কৃতকারী ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত বিষয় মহামান্য হাইকোর্টে একটা মিথ্যা বানোয়াট ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
বিজ্ঞ আদালতে আইনজীবীর মাধ্যমে প্রধান শিক্ষক জহিরুল ইসলাম উপস্থিত হয়ে অভিযোগের জবাব দাখিল করেন। বিধি মোতাবেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারী নিয়োগ প্রদান করেছেন।
ষড়যন্ত্রের অংশ হিসেবে নিয়োগের বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্র অভিভাবকদের পক্ষে ফারুক আলম খান বরিশাল জেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তরের মহা পরিচালক বরাবর গত ১৩ /৯/২০২২ইং তারিখে লিখিত অভিযোগ দিয়েছে।
এ বিষয় প্রধান শিক্ষক জহিরুল ইসলাম জানান, কাফিলা রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে হেরে গিয়ে ফারুক খান সহ একটি মহল কতিপয় দুষ্কৃতকারী ম্যানেজিং কমিটি ও বিদ্যালয়ের নিয়োগের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ষড়যন্ত্র করে যাচ্ছে।
ম্যানেজিং কমিটির নিয়ম ও বিধি মোতাবেক নিয়োগ দেয়া হয়েছে। ম্যানেজিং কমিটির বিরুদ্ধে মহামান্য হাইকোর্টের কোনো নিষেধাজ্ঞা নেই। সকল প্রকার কার্যক্রম বিধি মোতাবেক চলমান রয়েছে।
তিনি আরো জানান, জেলা শিক্ষা অফিসার বরাবর আমার বিরুদ্ধে যে আপত্তি দেয়া হয়েছে ঐ আপত্তির জবাব গত ২৬ সেপ্টেম্বর জেলা শিক্ষা অফিসার বরাবর প্রদান করা হয়েছে।
তথ্যসূত্রে, প্রধান শিক্ষক প্রদানকৃত জেলা শিক্ষা অফিসার বরাবর আপত্তি প্রসঙ্গে জবাব পত্রে উল্লেখ করা হয়, উল্লেখিত নিয়োগের বিষয়ে জেলা শিক্ষা অফিসারের ছাড়পত্র ১৯ এপ্রিল ২০২২ তারিখ গ্রোহন করা হয়।
উল্লেখিত পদে নিয়োগের লক্ষ্যে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয় ২৩ এপ্রিল ২০২২। এবং ২৬ এপ্রিল জাতীয় স্থানীয় পত্রিকা বিজ্ঞাপন প্রকাশ করা হয়। উল্লেখিত পদে নিয়োগের লক্ষ্যে বাছাই কমিটি গঠন করা হয় ২১ মে ২০২২ তারিখ। উল্লেখিত পদে নিয়োগ বাছাই কমিটি কর্তৃক সুপারিশকৃতদের নিয়োগ অনুমোদন হয় ৬ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকমল হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান,কাফিলা রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ কর্মচারী নিয়োগে কোনো প্রকার অনিয়ম নেই। তারপরো প্রধান শিক্ষকের নিয়োগ সংক্রান্ত বিষয়ে অভিযোগ পেয়েছেন এবং তদন্ত প্রক্রিয়াধীন এখন পর্যন্ত অভিযোগের ঘটনার বিষয় সত্যতা পাওয়া যায়নি।
বরিশালের খবর, বিভাগের খবর