বাঘের কান কামড়ে ধরল কুকুর, নীরবে দেখছে সিংহ!
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ইঁদুর-বিড়াল বা বিড়াল ও কুকুরের মধ্যে লড়াই প্রায়ই দেখা যায়। কিন্তু কুকুর ও বাঘের মধ্যে লড়াইয়ের কথা আদৌ কি শুনেছেন! সম্প্রতি ঘটেছে এমনই এক ঘটনা! বাঘ ও কুকুরের মধ্যে লড়াইয়ের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ‘অ্যানিম্যালস পাওয়ার’ নামে পেজে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ‘গোল্ডেন রিট্রিভার’ প্রজাতির এক কুকুর বাঘটির একটি কান সজোরে কামড় দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক সময় বাঘের কানেই কামড় বসিয়ে দেয় কুকুরটি।
নিজের চেয়ে আকার, ক্ষমতা- সবকিছুতে ছোট এক প্রাণীর আকস্মিক আঘাতে হতচকিত ওই বাঘ। সে আপ্রাণ চেষ্টা করছে থাবা মেরে কুকুরটিকে নিরস্ত করতে। কিন্তু কুকুরটিও ছাড়বার পাত্র নয়।
ইতোমধ্যে ওই ভিডিও কয়েক লাখ বার দেখা হয়েছে। লাইক পড়েছে ২০ হাজারের বেশি। এছাড়া ভিডিওতে দেখা যায়, কুকুর এবং বাঘের মধ্যে যখন লড়াই চলছে তখন একটু দূরেই বসে রয়েছে একটি সিংহ। কিন্তু তাকে এই বিবাদে কোনো পক্ষ না নিয়ে নির্বিকার ভাবেই বসে থাকতে দেখা যাচ্ছে।
আন্তর্জাতিক খবর, বিভাগের খবর