বাঘের সঙ্গে ভাল্লুক সর্বদা একটু দূরত্ব বজায় রেখেই চলে। তবে এই দুই প্রজাতির প্রাণীর লড়াইয়ের এক বিরল দৃশ্য ধরা পড়েছে ভারতের মহারাষ্ট্রের তাডোবা জাতীয় উদ্যানে।
গত বুধবার দুপুরে বাঘ ও ভাল্লুকের এ লড়াই হয়। ভিডিওটিতে দেখা যায় শেষ পর্যন্ত ভাল্লুকের আঘাতে পালিয়ে যায় বাঘটি।
সেই উদ্যানের এক কর্মকর্তা জানান, শাবকসহ একটি ভাল্লুক পানি খোঁজে জামুন বাডি জলাশয়ের কাছে এসে পড়ে। এই জলাশয়টি উদ্যানের একটি পূর্ণবয়ষ্ক পুরুষ বাঘের এলাকা। তার এলাকায় অবাঞ্ছিত অতিথিকে ঢুকতে দেখে রুখে দাঁড়ায় সে। কিন্তু তাতেও মা ভাল্লুকটি তার শাবকটিকে নিয়ে এগিয়ে আসতে থাকে। এর পরই ভাল্লুকটির ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। এ সময় বাচ্চাকে বাঁচাতে পাল্টা হামলা চালায় ভাল্লুকটিও।
বাঘ-ভাল্লুকের লড়াইয়ের এই দৃশ্যটি ধরা পড়েছে বাম্বো ফরেস্ট সাফারি লজের প্রধান কর্মকর্তা অক্ষয় কুমার মোবাইলে। সূত্র : পিটিআই
বিশেষ খবর