বার্তা পরিবেশক, অনলাইন:: রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ফ্রুটিকার স্টলে আগুন লাগার খবর পাওয়া যায়।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।
তবে, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা হতাহতের তথ্য জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের দায়িত্বরত কর্মকর্তা রিমা খানম সাংবাদিকদের অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফ্রুটিকা প্যাভিলিয়নে আগুন লেগেছে সন্ধ্যার দিকে। ফায়ার সার্ভিসের একাধিক টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, বাণিজ্য মেলায় ফায়ার সার্ভিসের আলাদা একটি ইউনিট সবসময় থাকে। এছাড়া প্রায় সব কয়টি স্টলে নিজস্ব অগ্নিনিরাপত্তা সরঞ্জাম রয়েছে।
প্রত্যক্ষদর্শী আরমান সাংবাদিকদের বলেন, ‘আমি সামনেই ছিলাম। হঠাৎ দেখি চারদিকে ধোয়া ছড়িয়ে পড়ছে। মানুষজনকে আগুন লাগার পর পরই দৌড়ে বের হতে থাকে।’
জাতীয় খবর