বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৭:০৯ অপরাহ্ণ, ১২ অক্টোবর ২০২৪
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় মানবতার সেবায় ব্রত ব্লাড ব্যাংকের ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় বাসস্ট্যান্ড সংলগ্ন হাসপাতাল মোড়ে গ্রীণ লাইফ হসপিটালে বানারীপাড়া ব্লাড ব্যাংকের প্রধান কার্যালয়ে সংগঠনের প্রধান উপদেষ্টা আঃসালামের সভাপতিত্বে ‘মানবতার টানে ভয় নেই রক্ত দানে’ স্লোগানকে সামনে রেখে বানারীপাড়া ব্লাড ব্যাংকের এ কমিটি গঠন করা হয়।
পরে দুপুর ১২ টায় বানারীপাড়া প্রেস ক্লাবে সংবাদিকদের সামনে ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা আঃ সালাম নবগঠিত কমিটিতে রাহাত হোসেন ফকিরকে সভাপতি মোঃ রাশেদুল ইসলাম মারুফকে সাধারণ সম্পাদক ও মোঃ সাব্বির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যদের নাম ঘোষণা করেন।
কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান, সহ-সভাপতি ,সাগর হাওলাদার সহ- সভাপতি,রাইসুল ইসলাম শান্ত,, যুগ্ম সম্পাদক অনিক খালাসী,প্রচার সম্পাদক কাওসার মৃধা, দপ্তর সম্পাদক ,তাসলিম খান ,শিক্ষা সম্পাদক মোসাঃ চৈতি খানম প্রমুখ।
এসময় বানারীপাড়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক মাইদুল ইসলাম রনি ও পরিচালক রাইসুল ইসলাম সানিসহ সংগঠনের সাথে যুক্ত সকল রক্তদাতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বানারীপাড়া ব্লাড ব্যাংকের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।