৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বানারীপাড়ায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৫:৪৪ অপরাহ্ণ, ২৮ নভেম্বর ২০২৩

বানারীপাড়ায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

বরিশাল প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক।

এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,বীর মুক্তিযোদ্ধা মীর সাইদুর রহমান শাহজাহান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারখী দেউরী,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ। সভায় এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবুজর মোহাম্মদ ইজাজুল হক,মুক্তিযুদ্ধকালীণ বেজ কমান্ডার বেনী লাল দাস গুপ্ত বেণু,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা ও এটিএম মোস্তফা সরদার,বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মৃধা,এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক সাংবাদিক এস.মিজানুল ইসলাম,জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন,বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কাওসার হোসেন,যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকতাবৃন্দ।

51 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন