বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৩:০৯ অপরাহ্ণ, ২৯ নভেম্বর ২০২৩
বানারীপাড়া বন্দর মডেল স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:: জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বরিশালের বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর ) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটি ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইউআরসির ইন্সট্যাক্টর মো. জাহাঙ্গীর হোসেন এবং উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা হোসনেআরা বানু ।
জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. জাহিদ হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রধান শিক্ষক নাজনীন নাহার, ম্যানেজিং কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর ফিরোজ আলম, সহকারি শিক্ষক হুসনুল বেদারী ও নাসিমা বেগম, ৫ম শ্রেণির বিদায়ী শিক্ষার্থী অস্মি ঘরামী, ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মারজান ও অর্পি। মানপত্র পাঠ করেন ৪র্থ শ্রেণির শিক্ষার্থী জেরিন।
এসময় অন্যান্যের মধ্যে উপিস্থত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর গৌতম সমদ্দার, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন এবং সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ।’