বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা মাহতাব ফকিরের পিতা হোসেন ফকির আর নেই
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা মাহতাব ফকির ও যুবলীগ নেতা মহসিন রেজার পিতা পৌর শহরের উত্তরপাড় বাজারের সাবেক ব্যবসায়ী হোসেন ফকির (৮২) আর নেই। শুক্রবার (২১ অক্টোবর) সকাল ১০টায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন হৃদরোগ ও অ্যাজমাসহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের শুক্রবার বাদ আছর উপজেলার উত্তর নাজিরপুরের নিজবাড়ি সংলগ্ন মাহফিল মাঠে প্রথম ও বাদ মাগরিব দত্তপাড়া নতুনবাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ সেখানে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
এদিকে তার মৃত্যুতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম, সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, উপজেলা ভাইস-চেয়ারম্যান নুরুল হুদা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, সম্পাদক সুজন মোল্লা,বরিশাল জেলা ও বানারীপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মু. মুনতাকিম লস্কর কায়েস, সুমম রায় সুমন, বানারীপাড়া প্রেস ক্লাবের সহসভাপতি কাওসার হোসেন, কেএম সফিকুল আলম জুয়েল, প্রভাষক মামুন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ শাওন, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,বানারীপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি রুহুল আমিন শুভ, যুবলীগ নেতা মাসুম বিল্ল্হ্,াপৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল, সাধারণ সম্পাদক সজল চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বরিশালের খবর, বিভাগের খবর