বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৪:৩৬ অপরাহ্ণ, ০৮ জানুয়ারি ২০২০
রাহাদ সুমন, বানারীপাড়া:: বানারীপাড়ায় জলাতঙ্ক রোগ নির্মূলে কুকুরের টিকাদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল।
মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) আ. কাদেরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বিপুল চন্দ্র নাগ, এমডিভি’র সুপারভাইজার মো. তৌকির আহম্মেদ রবিন,ইমরাজ করিম প্রমুখ।