বানারীপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি; বরিশালের বানারীপাড়ায় সপরিবারে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।
২৮ আগস্ট রোববার সন্ধ্যায় বানারীপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মজিবুর রহমান বাবুলের সভাপতিত্বে শোক স্বরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেণ কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিক, বরিশাল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি মাসুদ আহম্মেদ,, সাধারণ মো. জাহিদ হোসেন, বরিশাল মহানগর প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিন্টু কুমার কর।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক ইসরাত জাহান মুন্নী ও ইসমাত আরা, সাংগঠনিক সম্পাদক নৃপেন সমদ্দার, সদস্য আব্দুল আউয়াল, নাসির উদ্দিন, রাজু আহম্মেদ, হাসানাত হোসেন প্রমূখ। পরে ১৫ অাগস্ট কালরাতে বঙ্গবন্ধুসহ শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
বরিশালের খবর, বিভাগের খবর