রাহাদ সুমন,বানারীপাড়া:: বানারীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধন ও স্বদেশ প্রত্যাবর্তণ দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,ওসি শিশির কুমার পাল,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ,ইউপি চেয়ারম্যান খিজির সরদার ও আ. মন্নান মৃধা,উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার,পৌর আওয়ামী লীগের সম্পাদক শেখ শহিদুল ইসলাম,আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক,বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকার সিদ্দিক,প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ। সভায় বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তণ দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
বরিশালের খবর, বিভাগের খবর