বরিশালের বানারীপাড়ায় যাত্রীবাহি বাস ও (থ্রি হুইলার যানবাহন) মাহিন্দ্র’র মুখোমুখি সংঘর্ষে দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন ওই মাহিন্দ্র’র চালক ও এক শিশু। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
শুক্রবার (০৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মলঙ্গা নামক এলাকায় বরিশাল বানারীপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই দুই নারী মাহিন্দ্র যাত্রী ছিলেন।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বরিশালটাইমসকে জানিয়েছেন- বানারীপাড়া উপজেলা সদর থেকে একটি মাহিন্দ্র যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে মঙ্গলা নামক এলাকায় বরিশাল থেকে আসা একটি যাত্রীবাহি বাসের সাথে মাহিন্দ্র’টির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওই দুই নারী যাত্রী নিহত হন।
আহত হয়েছেন মাহিন্দ্র চালক ও আরও এক শিশু। তাদের উদ্ধার করে শেবাচিমে প্রেরণ করা হয়েছে।
তবে এই ঘটনায় ঘাতক বাসটি বা চালককে আটক করতে পারেনি পুলিশ।
শিরোনামবরিশালের খবর