বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৭:২৫ অপরাহ্ণ, ৩০ এপ্রিল ২০১৬
বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় নিখিল রঞ্জন বিশ্বাস (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার বেলা আড়াইটার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত নিখিল রঞ্জন বিশ্বাস উপজেলার দরবেশগেট এলাকার বাসিন্দা।
সংশ্লিষ্ট বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বরিশালটাইমসকে জানান, শনিবার সকাল ১০টার দিকে উপজেলা সদর থেকে যাত্রী নিয়ে কাওরাকান্দি ফেরিঘাট যাচ্ছিলেন মোটরসাইকেল চালক জুলেয়। পথিমধ্যে দেবুরপাড় এলাকায় তার মোটরসাইকেলটি বৃদ্ধ পথচারী নিখিল রঞ্জন বিশ্বাসকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় মোটরসাইকেলের চালক জুয়েলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। জুয়েলের বাড়ি কাওড়াকান্দি ফেরিঘাট এলাকায়।