বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৭:২৭ অপরাহ্ণ, ০৫ ফেব্রুয়ারি ২০১৭
অর্থ-আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বানারীপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মো. জসিম উদ্দিনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বরিশাল নগরীর নবগ্রাম রোড থেকে আটক করা হয়।
আটক উপজেলা পরিবার পরিকল্পনার সহকারী মো. জসিম উদ্দিনকে সোমবার আদালতে হাজির করা হবে।
রোববার (ফেব্রুয়ারি) বিকেলে দুদকের বিভাগীয় কার্যালয় বরিশালের পরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের বিভাগীয় কার্যালয় বরিশালের উপ-সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন- উপজেলা পরিবার পরিকল্পনার সহকারী মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের জিপিএফ-এর ৩ লাখ ৩৭ হাজার ৩৫৬ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
২০১৬ সালের ২২ ডিসেম্বর বরিশালের বানারীপাড়া থানায় তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলাটি দায়ের করা হয়। মামলা নম্বর মামলা নং ১১।’