বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৮:৫৪ অপরাহ্ণ, ২২ ডিসেম্বর ২০১৯
বার্তা পরিবেশক, অনলাইন::: বাবা প্রায়ই মাকে মারপিট করতো। অসহায় ছোট্ট শিশুটি দিনের পর দিন মাকে নির্যাতনের শিকার হতে দেখেছে। অবশেষে থানায় গিয়ে বাবার বিরুদ্ধে অভিযোগ করেছে দশ বছরের শিশুপুত্র। পুলিশ শিশু সন্তানের অভিযোগ পেয়ে ওই ব্যক্তিকে আটক করেছে। ঘটনা ঘটেছে যশোর কোতোয়ালি থানায় রোববার দুপুরের দিকে।
যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ফয়সাল নামে শিশুটি দুপুরে থানায় এসে কাঁদতে কাঁদতে জানায়, তার পিতা জুয়েল তার মাকে মারপিট করেছে। তার অভিযোগ শুনে সাথে সাথে এসআই নুর ইসলামকে ওই শিশুসহ পাঠানো হয়। সে তার পিতা জুয়েলকে দেখিয়ে দিলে তাকে আটক করে থানায় আনা হয়।
এসআই নুর ইসলাম জানান, জুয়েলকে আটক করে থানায় আনার পর তার স্ত্রী ফাতেমা বেগমও থানায় আসেন। তিনি বলেন, স্বামীর বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। এ অবস্থায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হবে। তিনি জানান, শিশুটি তাদেরকে বলেছে, সে চায় তার মা-বাবা যেন মিলেমিশে থাকে। সেভাবেই পিতা জুয়েলের কাছ থেকে মুচলেকা নেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক মীর মঈন হোসেন মুসা জানান, দুপুরের দিকে তিনি দেখেন একটি শিশু ছোট্ট বাইসাইকেল নিয়ে থানায় এসে দাঁড়িয়ে কাঁদছে। তিনি কাছে গিয়ে কী হয়েছে জানতে চাইলে সে তাকে বলে, তার পিতা তার মাকে মেরেছে, তাই সে থানায় জানাতে এসেছে। তখন তিনি তাকে ওসির কাছে নিয়ে যান।
এ পরিবারটি যশোর শহরের বেজপাড়া তালতলা এলাকার বাসিন্দা। পিতা জুয়েল নির্মাণ শ্রমিকের কাজ করেন। শিশু ফয়সাল যশোর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।