বাবা-মায়ের সাথে মনোমালিন্যে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা!
মুনতাসির তাসরিপ, দশমিনা প্রতিনিধিঃ পটুয়াখালীর দশমিনায় বাবা-মায়ের সাথে মনোমালিন্য করে এসএসসি ২০২২ সালের পরিক্ষার্থী ইরফান হাসান নাবিল(১৭) এর আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার(০১ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ০১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হাজিরহাট গ্রামে নিজ বাড়িতে গলায় দড়ি পেচিয়ে আত্মহত্যা করে ঐ শিক্ষার্থী। পরক্ষণে খবর পেয়ে আত্নহত্যার ১ ঘন্টা পর তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই বিষয়টি সমগ্র দশমিনায় ছড়িয়ে যায়।
জানা যায়, সামনে এসএসসি পরীক্ষা তাই পড়াশোনার জন্য চাপ প্রয়োগ,নতুন মোবাইল কিনে না দেয়া,ফ্রী-ফায়ার গেইম খেলতে না দেয়া ইত্যাদি কারণে বাবা মায়ের সাথে মনোমালিন্য হয়ে আত্নহত্যা করে নাবিল।
নাবিল দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র ছিলো। বিকেল ৫ টায় হাসপাতালের সামনে শত শত শিক্ষার্থী, তার সহপাঠী ও এলাকাবাসীর ভীড় দেখা যায়। লাশ থানায় নিয়ে যেতে চাইলে নাবিলের সহপাঠীরা এক পর্যায়ে আন্দোলন শুরু করে। তবে পুলিশের লাঠিচার্জের ফলে আন্দোলন বন্ধ করে তারা। পরবর্তীতে লাশ থানায় নিয়ে যাওয়া হয়। এরপর থানার সামনে উৎসুক জনতার ভীড় দেখা যায়।
নাবিলের বন্ধু আশরাত হাসান রোকন(১৭) জানান,এভাবে বন্ধুর চলে যাওয়া টা মানতে পারছি না, গতকালও আমরা একসাথে ফুটবল খেলেছি, হাসি ঠাট্টা করেছি। খুব মেধাবী দুরন্তপনাময় একজন ছেলে ছিলো। এরকম আর কোনো বন্ধুকে আমরা হারাতে চাই না।
এ বিষয়ে জানতে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ফোনকলে পাওয়া যায়নি। দশমিনা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মেহেদী হাসান বলেন, এ বিষয়ে আমরা তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিচ্ছি।
পটুয়াখালি, বিভাগের খবর