✪ আরিফ আহমেদ মুন্না ➤
পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে পানিসম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ডিক্রীরচর গ্রামের কৃতি সন্তান মো. দেলওয়ার হোসেন। ২৫ মার্চ (বুধবার) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মুহম্মদ আবদুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নতুন কর্মস্থলে বদলির ওই আদেশ জারি করা হয়।
করোনাভাইরাস প্রতিরোধে শুরু হওয়া সরকারি ছুটির পরেই নতুন কর্মস্থল পানিসম্পদ পরিকল্পনা সংস্থায় মহাপরিচালক হিসেবে যোগদান করবেন নিষ্ঠাবান ও মেধাবী কর্মবীর হিসেবে পরিচিত বাংলাদেশ সরকারের স্বনামধন্য অতিরিক্ত সচিব মো. দেলওয়ার হোসেন। সরকারি সিভিল সার্ভিসে যোগদানের প্রথম দিকে তিনি বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকাকালে বিভিন্ন দুঃসাহসিক পদক্ষেপ নিয়ে রেলওয়ের বিপুল পরিমাণ জমি দখলমুক্ত করার রেকর্ড গড়েছিলেন এবং দেশব্যাপী আলোচিত হয়েছিলেন।
পরবর্তীতে মেহেরপুরের জেলা প্রশাসক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালনের পরে কৃষি মন্ত্রণালয়ে যোগদান করেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) প্রকল্প পরিচালক নিযুক্ত হয়ে তিনি বাবুগঞ্জসহ বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে মরা খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও সেচের উন্নয়নে অসামান্য অবদান রাখেন। এরপর তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে যোগদান করেও একইভাবে অন্ধ, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য দেশের বিভিন্ন স্থানে শতাধিক আনন্দ স্কুল নির্মাণ করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে তিনি প্রাথমিক শিক্ষার বিস্তার ও মানোন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন ঘটান। #
বরিশালের খবর