বরিশাল: বাবুগঞ্জে র্যাব ও পুলিশের তালিকাভুক্ত কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী জাহিদ বেপারি ওরফে চান্দা জাহিদকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিমানবন্দর থানার এসআই মাইনুল ইসলাম ছদ্মবেশে উপজেলার হিজলার পোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সন্ত্রাসী জাহিদ উপজেলার মাধবপাশা ইউপির ছাতিয়া গ্রামের কাদের বেপারির ছেলে।
বিমানবন্দর থানার ওসি আনোয়ার হোসেন জানান, জাহিদ বেপারি পুলিশ ও র্যাবের তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, লুটতরাজ, অগ্নিসংযোগ, হরতালে গাড়ি ভাংচুর ও মারপিটসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের অসংখ্যা মামলা ও অভিযোগ রয়েছে।
পরিচয় গোপন রাখার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান, মূর্তিমান আতঙ্ক জাহিদকে চাঁদা না দিয়ে এলাকায় কোন অনুষ্ঠান করা যেত না। চান্দা জাহিদকে গ্রেফতারে জনমনে স্বস্তি ফিরে এসেছে।’
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর