বাবুগঞ্জে আওয়ামী লীগ সভাপতি স্বপনের শীতবস্ত্র বিতরণ
✪ আরিফ আহমেদ মুন্না, বরিশাল:: বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম খালেদ হোসেন স্বপনের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) উপজেলার খানপুরায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্ত্বরে ওই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এসময় রহমতপুর ইউনিয়নের শীতার্ত ও দরিদ্র-অসহায় শ্রমজীবী মানুষের মাঝে ২ শতাধিক কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে তার সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউপি চেয়ারম্যান মৃধা আক্তার-উজ-জামান মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক মাসুদ করিম লাবু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন আকন প্রমুখ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণকালে এছাড়াও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পরিতোষ চন্দ্র পাল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুরুজ সিকদার, সহ-দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম পিন্টু, সহ-প্রচার সম্পাদক শামীম খান, সদস্য কাইয়ুম হোসেন খান, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন বেপারী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনির হোসেন রুম্মন, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন, রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মল্লিক, ছাত্রলীগ নেতা ফারুক হোসেন প্রমুখসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম খালেদ হোসেন স্বপন বলেন, ‘সরকারি-বেসরকারি উদ্যোগে প্রতিবছর শতশত পিস কম্বল বিতরণ করা হলেও আওয়ামী লীগ ঘরনার লোকজন এবং দলের দরিদ্র-অসহায় কর্মীরা সবসময় বঞ্চিত হয়। তাদের কথা চিন্তা করেই আমার ব্যক্তিগত উদ্যোগে সংগৃহীত এসব শীতবস্ত্র আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মাধ্যমে শীতার্ত দুঃস্থ-অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছি। প্রথম দফায় উপজেলার ৬ ইউনিয়নে ২০০ করে মোট ১২শত পিস কম্বল বিতরণ করা হবে।’
বরিশালের খবর, বিভাগের খবর