কেন্দ্রীয় যুবমৈত্রী নেতা আতিকের মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ
বাবুগঞ্জে দেড় শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা এবং গণসংযোগ করেছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের মহাজোটের মনোনয়ন প্রত্যাশী যুবমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সম্পাদক আতিকুর রহমান আতিক। বুধবার বিকেলে তিনি বরিশাল বিমানবন্দর থেকে ওই মোটরসাইকেলের বহর নিয়ে রহমতপুর-বাবুগঞ্জ সড়কের কলেজ গেট হয়ে চাঁদপাশা ও মোহনগঞ্জ অতিক্রম শেষে ঢাকা-বরিশাল মহাসড়কের সাতমাইলে ওঠেন। পরে মহাসড়কের নতুন হাট হয়ে রাহুতকাঠি বন্দর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার মোটরসাইকেল শোভাযাত্রা করেন।
ঢাকা থেকে নভো এয়ারের বিমানে বিকেলে তিনি বরিশাল বিমানবন্দরে আসলে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। বুধবার বিকেলে তিনি বরিশাল বিমানবন্দর এলাকা থেকে গণসংযোগ শুরু করে রাতে রাহুতকাঠি বন্দরে শেষ করেন। এসময় তার সাথে যুবমৈত্রীর কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি আজিজুল ইসলাম বাবুল, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাঝি মাসুম রেজা, ছাত্রমৈত্রীর বরিশাল জেলা সম্পাদক রুবেল কাজী, আবুল কালাম ডিগ্রি কলেজের ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম আমিন, ছাত্রনেতা আসাদুজ্জামান নূর, সাব্বির হোসেন বড়মিয়া প্রমুখসহ বিভিন্ন দলের বিপুল সংখ্যক তার অনুসারী কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। #
বরিশালের খবর