“বাবুগঞ্জে এমপি টিপু সুলতানের উঠান বৈঠক ও গণসংযোগ”
বাবুগঞ্জের রাকুদিয়া বোর্ডস্কুল এলাকায় নির্বাচনী উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন বরিশাল-৩ আসনের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী এমপি অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান। সোমবার বিকেলে উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ওয়ার্কার্স পার্টির রাকুদিয়া শাখা সম্পাদক মো. শহিদ হাওলাদারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক টি.এম শাহজাহান, কেন্দ্রীয় ছাত্রমৈত্রীর সহ-সভাপতি সুজন আহমেদ, কেন্দ্রীয় যুবমৈত্রী সদস্য মানিক হাওলাদার মামুন, উপজেলা যুবমৈত্রী সভাপতি আলাউদ্দিন খান, সম্পাদক হাসানুর রহমান পান্নু, সিনিয়র সহ-সভাপতি আবু হানিফ, উপজেলা ছাত্রমৈত্রীর আহবায়ক এইচ.এম আলী হোসেন, দক্ষিণ রাকুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জয়নাল আবেদিন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবুল বাশার, ওয়ার্কার্স পার্টির নেতা কাঞ্চন হাওলাদার, মান্নান সিকদার প্রমুখ।
নির্বাচনী ওই উঠান বৈঠকে উল্লেখযোগ্য সংখ্যক স্থানীয় নারী কর্মী-সমর্থকদের সমাগম ঘটে। বৈঠক শেষে সন্ধ্যার পরে দক্ষিণ রাকুদিয়া বোর্ডস্কুল এলাকায় গণসংযোগ করেন এমপি অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান। #
বরিশালের খবর