✪ আরিফ আহমেদ মুন্না ➤ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাবুগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক ব্যাপক প্রচারাভিযান চালানো হয়েছে। উপজেলা প্রশাসন ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের যৌথ উদ্যোগে বুধ ও বৃহস্পতিবার উপজেলার ৬ ইউনিয়নের বিভিন্ন গরুর হাট, বাজার, বাসস্ট্যান্ড ও খেয়াঘাটসহ জনসমাগমের স্থানে ওই প্রচারাভিযান চালানো হয়। এসময় বরিশাল জেলা প্রশাসন কর্তৃক জারিকৃত ১০ দফা নির্দেশনা দিনভর মাইকিং করেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা।
এদিকে জেলা প্রশাসন কর্তৃক জারিকৃত করোনা রোধের বিভিন্ন নির্দেশনা বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে নিজেই হ্যান্ডমাইক নিয়ে প্রচার করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমীনুল ইসলাম। এসময় সেখানে বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির উপজেলা সম্পাদক আরিফ আহমেদ মুন্না, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের উপজেলা সমন্বয়কারী আল-আমিন শেখ, ইউনিয়ন সমন্বয়কারী আবু হানিফ ফকির প্রমুখ উপস্থিত ছিলেন। #