বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে
বাবুগঞ্জে ফায়জুলের নেতৃত্বে ছাত্রলীগের আনন্দ মিছিল-শোভাযাত্রা
✪ আরিফ আহমেদ মুন্না ॥
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং তার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাবুগঞ্জে আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেছে ছাত্রলীগ। শুক্রবার বিকেলে বাবুগঞ্জ ডিগ্রী কলেজ গেট থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্ত্বর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ ছাত্রলীগের ওই আনন্দ মিছিল-শোভাযাত্রার নেতৃত্ব দেন সিনিয়র ছাত্রলীগ নেতা ফায়জুল হক।
এসময় ছাত্রলীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ছাত্রলীগের ওই আনন্দ শোভাযাত্রাটি বাবুগঞ্জ ডিগ্রী কলেজ গেট থেকে হেঁটে উপজেলার খানপুরায় মুজিববর্ষ উদযাপনের কাউন্টডাউনের উদ্বোধনী সমাবেশস্থলে আসলে বাবুগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা-অভিনন্দন জানান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল। #
বরিশালের খবর